সহায়ক মূল্যের ধান ক্রয় নিয়ে বিক্ষোভ চাষীদের

Bangla Digital Desk | Hyperlocal | 05:26:36 PM IST Nov 17, 2021

সহায়ক মূল্যের ধান ক্রয় করা হচ্ছে না সঠিক ভাবে এনিয়ে বিক্ষোভ পথ অবরোধ ভাতার ব্লকের চাষীদের। পূর্ব বর্ধমান জেলার ভাতার কৃষক বাজারে বিক্ষোভ শুরু হয় চাষীদের। চাষিরা যানায়, যে পরিমাণ ধান নেয়ার কথা ছিল সেই পরিমাণ ধান নিচ্ছেন না কর্তৃপক্ষ। তাদের দাবি, ৪৫ কুইন্টাল প্রতি ধান ক্রয় করার কথা ছিল সরকারিভাবে, তবে এখন বলা হচ্ছে যে চাষির যতটা পরিমাণ জমি ততটা পরিমাণ ধান ক্রয় করা হবে। এরপরই শুরু হয় গোলমাল। প্রথমে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করে চাষিরা। পরে তারা ব্লক অফিসের সামনে বর্ধমান কাটোয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ভাতার থানার বিশাল পুলিশবাহিনী হাজির হয় ঘটনাস্থলে। এরপর পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায়। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

লেটেস্ট ভিডিও