হোটেলের ওয়েবসাইট জালিয়াতি করে প্রতারণা, সাইবার ক্রাইমের জালে যুবক

Bangla Editor | News18 Bangla | 02:40:53 PM IST Nov 14, 2018

হোটেলের ওয়েবসাইট জালিয়াতি করে প্রতারণা। বুকিংয়ের নামে টাকা হাতানো। আলিপুরদুয়ার থেকে বিধাননগর সাইবার ক্রাইমের জালে এক যুবক। ধৃতের থেকে মোবাইল ও ব্যাঙ্করে কাগজপত্র আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে যুবককে । তাঁর বিরুদ্ধে প্রতারণার লম্বা অভিযোগ।

লেটেস্ট ভিডিও