শিয়াল মেরে ফেসবুকে পোস্ট, পোস্ট ভাইরাল হতেই গ্রেফতার ছাত্র

Bangla Editor | News18 Bangla | 04:58:36 PM IST Nov 24, 2018

শিয়াল মেরে বীরত্ব দেখাতে ফেসবুকে পোস্ট। পোস্ট ভাইরাল হওয়ার পর সরব হন পশুপ্রেমীরা। অভিযুক্ত ছাত্র পোস্টটি ডিলিটও করে দেয়। তবে শেষরক্ষা হয়নি। দক্ষিণ দিনাজপুরের তপন থানার পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ছাত্র ভিকি সরকারকে। তপন থানায় অভিযোগ দায়ের করে বনদফতর।

লেটেস্ট ভিডিও