Viral Video: সুজিতের অটোতে উঠলেই বেছে নিতে পারেন আপনার পছন্দের চকলেট। সেই সঙ্গে রয়েছে সিলপ্যাক জলের বোতল। কিন্তু চকলেট ও জল খেয়ে প্যাকেট ফেলা যাবে না রাস্তায় তার জন্য রয়েছে ডাস্টবিনও। তবে এর জন্য যাত্রীদের বাড়তি ভাড়া দিতে হবে না সবটাই মিলবে একেবারেই বিনামূল্যে। আর অভিনব এই উদ্যোগ নিয়েছেন প্রাক্তন সেনাকর্মী অটোচালক সুজিত সুব্বা।
Last Updated: Oct 03, 2024, 20:57 IST


