Research: গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দেবে আলিপুরদুয়ারের গর্ব শৌর্য‍্যদীপ

Last Updated : উত্তরবঙ্গ
প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা,খনিজ তেল সহ অন্যান্য জ্বালানির ভান্ডার। চলছে বিকল্প জ্বালানির খোঁজ। এবার বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের শৌর্য‌্যদীপ পাল। সেখানকার চারটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন শৌর্য‌্যদীপ। ইতিমধ্যেই তাঁর ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪ আগস্ট তিনি মার্কিন মুলকে পাড়ি দেবেন এবং ২৬ শে আগস্ট থেকে তার গবেষণা শুরু হবে। গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান শৌর্য‌্যদীপ। তার সাফল্যে খুশি প্রতিবেশীরাও।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
Research: গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দেবে আলিপুরদুয়ারের গর্ব শৌর্য‍্যদীপ
advertisement
advertisement