সাদা চাদরে ঢেকেছে সিকিম! আনন্দে আত্মহারা পর্টকেরা। নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টিতে শরতের আগেই শীতের আমেজ উত্তরবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে গত দু'দিন ধরে নাগাড়ে বৃষ্টির জেরে পাহাড়ের তাপমাত্রা এক ধাক্কায় কমে গিয়েছে অনেকটাই।
Last Updated: Sep 28, 2024, 16:49 IST


