Siliguri Mayor Gautam Deb: শিলিগুড়িতে বাম শাসনের যুগ শেষ, নতুন মেয়র গৌতম দেব কী বললেন শুনুন

Bangla Digital Desk | News18 Bangla | 09:24:37 PM IST Feb 22, 2022

দীর্ঘদিনের বাম ঘাঁটি। বামেদের শক্ত দুর্গ। কিন্তু সেই দুর্গ এবার হাতছাড়া হল বামেদের। রাজ্যে পালাবদলের সময়ও অশোক ভট্টাচার্য একা কুম্ভ রক্ষার মতো শিলিগুড়ি দখলে রেখেছিলেন। কিন্তু এবার ভোট দিতে এসে তিনি চোখের জল আটকাতে পারেননি। শিলিগুড়িতে দীর্ঘদিনের বাম যুগের শেষ। এদিন শপথ নিলেন নতুন মেয়র গৌতম দেব। শপথ গ্রহণের আগে তিনি মন্দিরে পুজোও দিলেন।

লেটেস্ট ভিডিও