Rath Yatra 2024: রথযাত্রা উপলক্ষ‍্যে সুদূর পুরী থেকে কোচবিহার এলেন জগন্নাথ দেব!

Last Updated : উত্তরবঙ্গ
ইতিমধ্যেই কোচবিহারের বিভিন্ন এলাকায় রথের মেলার প্রস্তুতি চলছে। কোচবিহার সদর শহরের মদনমোহন বাড়িতে রথ সংস্কার থেকে শুরু করে চলছে মন্দির সংস্কার। তবে রাজ আমলে শুধুমাত্র সদর শহরের মদনমোহন বাড়িতেই নয়, মাথাভাঙা মহকুমার মদনমোহন বাড়িতেও রথের মেলার আয়োজন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মদনমোহন বাড়িতে সমারোহের সঙ্গে এই রথের মেলার আয়োজন করা হয়। চলতি বছরেও এই রথের মেলার উপলক্ষে সংস্কার করা হচ্ছে রথকে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
Rath Yatra 2024: রথযাত্রা উপলক্ষ‍্যে সুদূর পুরী থেকে কোচবিহার এলেন জগন্নাথ দেব!
advertisement
advertisement