রঙ-তুলি হাতে বিক্ষোভ জলপাইগুড়ির পথে। রাজ্য, দেশের সীমানা পেরিয়ে যেখানে আরজি করের আগুন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও সেখানে শহর জলপাইগুড়ির পথে দেখা গেল আন্দোলনের নয়া চিত্র। ছবি এঁকে আরজি করের ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন শিল্পীদের একাংশ। গত ১৪ অগাস্ট “মেয়েদের রাত দখল” কর্মসূচির পর থেকে এখনও অবধি মহানগরের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে জারি রয়েছে আন্দোলন। তেমনই গতকাল জলপাইগুড়ির রাজপথে নামা আন্দোলনে চোখে পড়ল অভিনব এক দৃশ্য।
Last Updated: August 19, 2024, 16:43 IST