Jalpaiguri News: জলদাপাড়ার পিলখানায় বেড়ে উঠছে লাকি। সেখানে তাকে মাহুতরা শেখাচ্ছে নানান পাঠ। এদিন সূর্যের তেজ একটু বেশি থাকায় তাকে হলং নদীতে স্নান করালো মাহুত। এই মিষ্টি ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।