পুজোর আগে দুর্দান্ত চমক ডুয়ার্সে! এবার গরুমারায় পুজোয় হাতিই ‘স্টার আকর্ষণ’! অবাক হচ্ছেন? ভাবছেন হাতি কী করবে? তা হলে জানুন। এ বছর ডুয়ার্সের গরুমারায় পুজোর ভ্রমণ এবার অন্য স্বাদ পেতে চলেছে। বনদফতরের নতুন উদ্যোগে পর্যটকদের জন্য হাতিকেই তুলে ধরা হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে। সাজানো হচ্ছে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প, যেখানে পর্যটকরা কাছ থেকে চেনা-অচেনা হাতির জীবনযাপন দেখতে পাবেন।
Last Updated: Aug 25, 2025, 20:21 IST


