North Bengal Train Accident উত্তরবঙ্গে ট্রেন দুর্ঘটনার পর শোনা যাচ্ছে নানা শব্দ', ভূতের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী

Bangla Digital Desk | News18 Bangla | 12:59:36 AM IST Jan 31, 2022

উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনার পর ওই এলাকায় দেখা দিয়েছে ভূতের ভয়। রাত বাড়তেই নাকি শোনা যাচ্ছে বিভিন্ন অস্বাভাবিক আওয়াজ। এই নিয়ে আতঙ্কিত এলাকাবাসী। তবে সবটাই ছড়াচ্ছে লোকমুখে। কেউ একজন কিছু বললেই সেটা ছড়িয়ে পড়ছে আগুনের মতো। কেউ নাকি শুনেছেন কান্নার শব্দ। কেউ শুনেছেন কারও হাহাকার। সবই লোকমুখে প্রচারিত গল্প। এবার তাই এলাকাবাসীদের সচেতন করতে উদ্যোগ নিলেন বিডিও। রাত বাড়তে গ্রামবাসীরা আতঙ্কে ঘরে ঢুকে পড়ছেন।

লেটেস্ট ভিডিও