নদীতে এই মাছের দেখা মিললেই জানান মৎস দফতরে। নদীর বাস্তু তন্ত্র বিঘ্নিত করতে এই মাছ একাই একশো। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার হান্টা পাড়ার এক নদীতে দেখা গিয়েছে এই মাছ।যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী থেকে শুরু করে গবেষকরা।
Last Updated: Aug 05, 2024, 20:35 IST


