Alipurduar News: পিকনিকের মরশুম শুরু হতেই ভুটানের কমলালেবু সস্তায় মিলছে। যারফলে সীমান্ত শহর জয়গাঁতে মুখে চওড়া হাসি ফুটেছে ক্রেতাদের।কমলালেবু বিক্রি করে ভাল উপার্জন হচ্ছে বিক্রেতাদের বলে জানা যায়।