ভাটপাড়া, উত্তর ২৪ পরগনা : চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এদিন সকাল ৭-৩০ নাগাদ বুকে ব্যথা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন জগদ্দল কলাবাগান ২৩ নম্বর গলির বাসিন্দা ঝুনঝুন সাউ, বয়স ৩২ বছর। জগদ্দল জে জে আই জুটমিলের শ্রমিক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় ঝুনঝুনের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করার অভিযোগ উঠেছে মৃতের পরিবার-পরজনদের বিরুদ্ধে। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসেন ভাটপাড়ার পৌর প্রশাসক গোপাল রাউত। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অবশেষে পরিস্থিতির সামাল দেয় জগদ্দল থানার পুলিশ। কাঁচরাপাড়া উত্তর ২৪ পরগনা: মদ খাওয়ার টাকা না দেওয়ায় ছুরি দিয়ে আঘাত স্বর্ণ ব্যবসায়ীকে। গতকাল রাতে কাঁচরাপাড়া ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন সার্কাস ময়দান এলাকায় শ্রীকান্ত ভোঁসলে ৩২ স্বর্ণ ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। কয়েকজন যুবক তাকে ধরে মদ খাওয়ার জন্য টাকা চায়। টাকা না দিতে রাজি হলে ছুরি দিয়ে আক্রান্ত করে ওই স্বর্ণ ব্যবসায়ীকে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ী সমিতির প্রত্যেক লোকজন।