North 24 Parganas News- ভুয়ো নথিপত্র তৈরী করার অভিযোগে বারাসত থানার বনমালীপুর এলাকা থেকে গ্রেফতার এক

Bangla Digital Desk | News18 Bangla | 02:32:59 PM IST Jan 01, 2022

বারাসত, উত্তর ২৪ পরগনা : তিন মাস আগেই এএনআই বারাসত থেকে ভুয়ো নথিপত্র তৈরি করার অভিযোগে সমরেশ বিশ্বাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। সেই তদন্তে উঠে এসেছিল সাগর দেব নামে অপর অভিযুক্তের নাম। দীর্ঘদিন ধরে বারাসত থানার পুলিশ খুঁজছিল সাগর দেবেকে। অবশেষে সাগরের প্রথম বউ-এর সহযোগিতায় আজ সকালে বারাসত থানার পুলিশ গ্রেফতার করল সাগর দেবকে। অভিযুক্ত সাগর দেবের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো নথিপত্র। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বারাসতের সরকারি একটি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের একাধিক স্কুল সার্টিফিকেট। এছাড়া উদ্ধার হয়েছে বারাসত পৌরসভার জন্ম সার্টিফিকেট-এর জাল নথিপত্র। অভিযুক্তের প্রথম পক্ষের স্ত্রীর অভিযোগ, এই সাগর দেব ও এএনআই এর হাতে গ্রেফতার  হওয়া সমরেশ বিশ্বাস এর সাথে যোগাযোগ করেই, বাংলাদেশ থেকে এদেশে পারি দিত একাধিক অনুপ্রবেশকারী এবং এই সকল অনুপ্রবেশকারীদের ভারতীয় সমস্ত নথিপত্র করে দিত সমরেশ ও সাগর। এদের সাথে আর কেউ যুক্ত আছে নাকি, সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে বারাসত থানার পুলিশ। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে অনেকদিন আগেই তাদের কাছে খবর ছিল, সেই খবরের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়েছে।

লেটেস্ট ভিডিও