North 24 Parganas- পড়ুয়াদের স্কুলমুখী করতে এডুকেশনাল পার্ক তৈরি স্কুল কর্তৃপক্ষের

Bangla Digital Desk | News18 Bangla | 02:28:27 PM IST Dec 03, 2021

গাইঘাটা, উত্তর ২৪ পরগনা : সীমান্তবর্তী এলাকার পড়ুয়াদের স্কুলমুখী করতে এডুকেশন পার্ক তৈরি করলে স্কুল কর্তৃপক্ষ। এদিন শশাডাঙ্গা এফ পি স্কুল এর পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এই পার্কের উদ্বোধন করতে আসেন গাইঘাটা সার্কেলের এসআই মনোজ মণ্ডল, তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল বিশ্বাস সহ বিশিষ্ট সমাজসেবীরা। এসআই মনোজ মণ্ডল বলেন,  "শশাডাঙ্গা এফ পি স্কুলের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।  আগামী দিনে গাইঘাটা ব্লকের অন্যান্য স্কুল ও যাতে এমন উদ্যোগ নেয় তার জন্য আমরা তাদের উৎসাহিত করব"।

স্কুলের প্রধান শিক্ষক বাবুলাল সরকার বলেন, "দীর্ঘ দিন স্কুল বন্ধ। পড়ুয়ারা ঘর কেন্দ্রিক হয়ে গিয়েছে। স্কুলের একটাও পড়ুয়া যাতে স্কুলছুট না হয়, তাদের স্কুলমুখী করতে আমাদের এই উদ্যোগ"। স্কুলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরাও।

লেটেস্ট ভিডিও