North 24 Parganas News- দুর্ঘটনা এড়াতে ৩৫ নম্বর জাতীয় সড়কে চললো গাড়ির গতি নিয়ন্ত্রণে চেকিং

Bangla Digital Desk | News18 Bangla | 05:00:47 PM IST Dec 29, 2021

বামনগাছি, উত্তর ২৪ পরগনা: গতকালের একটি দুর্ঘটনার জেরে মঙ্গলবার দিনভর বামনগাছি মন্ডলগাথি ৩৫ নম্বর জাতীয় সড়কে চললো গাড়ির গতি নিয়ন্ত্রণে চেকিং। বামনগাছি মন্ডলগাথী এলাকার ৩৫ নম্বর জাতীয় সড়কে, গাড়ির গতি মাপার যন্ত্রের সাহায্যে ১৫ টি গাড়ি আটক করে জরিমানা করা হল। কোন গাড়িকেই ছাড় দেওয়া হয়নি বারাসত জেলা পুলিশের নতুন নিয়ম থেকে।

ব্ল্যাক স্পট এলাকায় এই অভিযান চলছে পুলিশের, যেখানে দুর্ঘটনা বেশি হয়। গতকালও দুর্ঘটনা ঘটে এই জায়গায়। সেই জায়গায় চলছে পুলিশের এই অভিযান। হেলমেট বিহীন বাইক, কানে হেডফোন লাগিয়ে বাইক চালানো, সিটবেল্ট না পরে গাড়ি চালানো,গাড়ি নির্দিষ্ট গতি অতিক্রম করছে কি না, গাড়িতে সঠিক নথি যদি না থাকে সকলকেই জরিমানা করা হচ্ছে।এইদিন সাতটি চারচাকা গাড়ি ও আটটি দুচাকা বাইককে আটক করা হয় এবং জরিমানা করা হয়। তবে সাধারণ মানুষ নিজেদের অন্যায় স্বীকার করে নিয়েও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। পুলিশ প্রশাসনকে আরও বেশি করে এই বিষয়ে কড়াকড়ি হতে হবে বলেও কারও কারও মত।

লেটেস্ট ভিডিও