Kolkata Waterlogged: বিদ্যুৎ নেই , ঘরে ঢুকছে জল! বেহালা যেন বিচ্ছিন্ন এক দ্বীপ

Bangla Editor | News18 Bangla | 12:47:36 AM IST Jun 20, 2021

জল-যন্ত্রণা। ভোগান্তির আর শেষ নেই সাধারণ মানুষের। জলে ডুবেছে রাস্তা-ঘাট। গেরস্থালিও জলের তলায়। ঘরের ভিতর জল। সংসার ভেসেছে জমা জলে। বেহালার জোতশিবরামপুরের ছবিটা ঠিক এমনই। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। যার ফলে জল জমেছে অনেক অঞ্চলে। বর্ষা আসতেই আরও একবার নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা সামনে এসেছে। এমন পরিস্থিতিতে বেহালার অবস্থা শোচনীয়। বেহালা যেন বিচ্ছিন্ন এক দ্বীপ! জমা জল নামার কোনও লক্ষ্ণণ নেই। তার মধ্যে অবিরাম বৃষ্টি। রাস্তার কোথাও কোমর পর্যন্ত জল। জোতশিবরামপুরের মানুষের ভোগান্তির শেষ নেই যেন!

লেটেস্ট ভিডিও