ঈশ্বরের দেখা মিলবে, এই বিশ্বাসেই আত্মহত্যা? দিল্লির বুরারিতে একই পরিবারের এগারো জনের রহস্যমৃত্যুতে এমনই ইঙ্গিত পুলিশের। ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক চাঞ্চল্যকর নোট। যদিও, পুলিশের দাবি উড়িয়ে দিয়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।
Last Updated: Jul 03, 2018, 15:19 IST


