Fire in Kaziranga: কাজিরাঙার জঙ্গলে ট্যুরিস্টদের নিয়েই দাউ দাউ করে জলছে সাফারি গাড়ি ! দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 06:08:53 PM IST Apr 09, 2021

জঙ্গল এবং জঙ্গল সাফারি সব সময় টানে জঙ্গল প্রেমীদের। বর্তামানে ভারতের সব জঙ্গলেই কড়া নজরদারিতেই এই সাফারি অর্থাৎ ট্যুরিস্টদের জঙ্গলে ঘুরতে নিয়ে যাওয়া হয়। বছরের কয়েকটা মাস বাদ দিলে প্রায় সব সবয় জঙ্গলে ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। এবার এই সাফারিতেই ঘটে গেল ভয়ানক কাণ্ড।

কাজিরাঙা ন্যাশনাল পার্ক, অসমের এই জঙ্গলের কথা কার না জানা। ৬ জন ট্যুরিস্টকে নিয়ে আজ কাজিরাঙায় যায় একটি গাড়ি। গাড়িতে ৬ জন ছিলেন। কিন্তু কয়েক কিলোমিটার যাওয়ার পরেই হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে গাড়ি। ইঞ্জিন বিকল হওয়াতেই এই কাণ্ড ঘটেছে বলে অনুমান। বিপদ বুঝে গাড়িতে থাকা ছয় জন জঙ্গলে লাফ দেন। প্রাণে বেঁচে যান সকলেই। ঘটনাটি হেরিটেজ পার্কের কাছে ঘটে। ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করেন ফরেস্ট অফিসাররা।

লেটেস্ট ভিডিও