Tejas Crashes in Dubai Air Show:: দুবাই এয়ার শো চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান তেজস৷ বিমানটি ভেঙে পড়ার মুহূর্তটি অনেকে মোবাইলে ক্যামেরাবন্দিও করেছেন৷ ভেঙে পড়ার পরই যুদ্ববিমানটিতে আগুন ধরে যায়৷ ভারতীয় সময় বিকেল তিনটে চল্লিশ মিনিট নাগাদ ভেঙে পড়ে যুদ্ধবিমান তেজস। মাটিতে আছড়ে পড়ার পরই যুদ্ধবিমানে আগুন লেগে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তেজসের পাইলটের। প্রত্য়ক্ষদর্শীদের মতে, ওড়ার সঙ্গে সঙ্গেই স্থানীয় সময় ২.১০ নাগাদ মাটিতে আছড়ে পড়ে তেজস যুদ্ধবিমানটি। রানওয়ে থেকে টেক অফের পরেই দুর্ঘটনা ঘটে। সমস্ত দর্শকদের নিরাপদে বের করে আনা হয়।
Last Updated: Nov 21, 2025, 19:44 IST


