রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ (ডিএ) মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ, ১২ অগাস্ট, ২০২৪-এ বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এই মামলার শুনানি ফের একবার পিছিয়ে গেল। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী কপিল সিব্বল গরহাজির থাকায় শুনানি সম্ভব হয়নি। আগামী ২৬ অগাস্ট সকালে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর ২টোয় মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। সূত্রের খবর, রাজ্য সরকারের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে মামলাটি মুলতুবি রাখার আবেদন জানানো হয়। যদিও আদালত সেই আবেদন গ্রহণ করেনি।