গঙ্গোত্রীতে ভয়াবহ তুষারপাত! দেখুন বরফের মাঝে পাহাড়ের মনোরম দৃশ্য

Bangla Digital Desk | News18 Bangla | 04:28:20 PM IST May 10, 2023

কয়েকদিনের তুষারপাতের পর গঙ্গোত্রীতে মনোরম আবহাওয়া। মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে। বরফের মাঝে পাহাড়ের দৃশ্য ভক্তদের মন কেড়েছে। গঙ্গোত্রীতে পুজো দিতে আসা ভক্তরা গঙ্গায় স্নান করে মন্দিতে পুজো দেন। এখনও প্রযন্ত প্রায় ১ লাখ ২১ হাজার মানুষ গঙ্গোত্রী দর্শন করেছেন।

লেটেস্ট ভিডিও