ভিডিও: 'সকলের মমতার পাশে দাঁড়ানো উচিত', বার্তা শাবানা আজমির

Bangla Editor | News18 Bangla | 09:30:15 PM IST Aug 06, 2021

গত সপ্তাহেই দিল্লিতে সাক্ষাৎ হয়েছিল জাভেদ আখতার, শাবানা আজমি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পর ফের শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বার্তা দিলেন অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেছেন, 'মমতা যা করছেন,তার জন্য সকলের ওঁর পাশে দাঁড়ানো উচিত। দিদি অনেক বড় পদক্ষেপ করেছেন। আমরা সবাই ওঁর পাশে আছি। এটা দেশের ব্যাপার। কোনও রাজনৈতিক দলের নয়'।

লেটেস্ট ভিডিও