দেশে ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছে। লোকসভায় বাজেট বক্তৃতায় বিজেপির মোদি সরকারকে তীব্র নিশানা করলেন রাহুল গান্ধি। মহাভারতের উপমা টেনে রাহুল গান্ধি বলেন, “ঠিক যেভাবে অভিমন্যুকে চক্রব্যুহে হত্যা করা হয়েছিল। ঠিক সেভাবে গোটা ভারতকে চক্রব্যুহে বন্দি করেছে বিজেপি সরকার।’
Last Updated: Jul 30, 2024, 15:51 IST


