Priyanka Gandhi Vadra: কেবলমাত্র পাঁচটি আসনই হারেনি কংগ্রেস, গতবারের থেকে ২.৫ শতাংশ ভোটও কম পেয়েছে এই দল। সন্ধ্যায় একাধিক ট্যুইট বার্তায় প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা (Priyanka Gandhi Vadra) বলেন, “কঠোর পরিশ্রমকে ভোটে রূপান্তর করতে ব্যর্থ হয়েছে আমাদের দল”।
Last Updated: Mar 10, 2022, 23:45 IST


