Pahalgam Terror Attack : পহেলগাঁও-হামলায় এবার বদলা! উপত্যকায় অলআউট অ্যাকশনে ভারত। জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার। একের পর এক জঙ্গির বাড়ি ধ্বংস। উপত্যকা জুড়ে তল্লাশি সেনার। জঙ্গিদের সমর্থন করায় আটক শতাধিক। দক্ষিণ কাশ্মীর জুড়ে তল্লাশি।
Last Updated: April 27, 2025, 20:48 IST