মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল৷ বিয়ের ঠিক সাত দিনের মাথায় গতকাল পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে পেশায় নৌবাহিনীর অফিসার স্বামীর৷ এ দিন দিল্লিতে নৌবাহিনীর মৃত অফিসার বিনয় নারওয়ালের মরদেহ পৌঁছনোর পর তাঁর কফিনবন্দি দেহের সামনে কান্নায় ভেঙে পড়লেন তাঁর স্ত্রী হিমাংশি৷ কাঁদতে কাঁদতেই স্বামীর কফিনের উদ্দেশ্যে স্যালুট দেন সদ্য বিবাহিতা ওই তরুণী৷ অঝোর ধারায় কাঁদতে কাঁদতেই হিমাংশি স্বামীর কফিনের সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমরা তোমার জন্য গর্বিত, প্রতিদিন তোমার জন্য গর্বিত হব৷’ হিমাংশি বলে চলেন, 'ওঁর আত্মা শান্তি পাক, সেই প্রার্থনা করি৷ ও যেখানেই থাকুক যেন খুব ভাল থাকে৷ ওকেও আমরা গর্বিত করে যাব৷ ওঁর জন্যই তো আমরা এখনও বেঁচে আছি৷'
Last Updated: Apr 23, 2025, 19:36 IST


