Kerala Flood Death: কেরলের বন্যায় মৃত বেড়ে ২৩, নিখোঁজ বহু! দেখুন

Bangla Digital Desk | News18 Bangla | 08:30:52 PM IST Oct 17, 2021

অতি ভারী বৃষ্টি আর তার জেরে হওয়া ধসে বিধ্বস্ত ঈশ্বরের আপন দেশ কেরলে (Kerala Floods Death)। আরব সাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণের রাজ্যটির মধ্য এবং দক্ষিণ প্রান্তের জেলাগুলিতে ইতিমধ্যেই হড়পা বান শুরু হয়েছে। কেরলের প্রশাসন সূত্রে খবর, বৃষ্টি পরবর্তী ধসে রাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় (Kerala Floods Death)। নিখোঁজ আরও অন্তত ১২ জন। কোট্টায়ামের কুট্টিক্কালে ১৩ এবং ইদুক্কিতেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Kerala Flood Death)।

লেটেস্ট ভিডিও