যুদ্ধের মহড়া শুরু! কী হচ্ছে বাংলার ‘চিকেনস নেক’-এ? ভিডিও দেখলে চমকে যাবেন

Last Updated : দেশ
Mock Drill Starts: উত্তরবঙ্গের 'চিকেনস নেক' অঞ্চলে সেনার কৌশলগত মহড়া চলছে. ভারত-পাকিস্তান উত্তেজনার পর কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই মহড়ায় সেনা, বায়ুসেনা, নৌসেনা ও আধাসামরিক বাহিনী অংশ নিচ্ছে.চিকেনস নেক—ভারতের উত্তর-পূর্বাঞ্চলের প্রাণরেখা, যেখানে ভারত-চিন-ভুটানের সীমান্ত ঘেঁষা এই সরু করিডরটি যুদ্ধ পরিস্থিতিতে হয়ে উঠতে পারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তাই কাল থেকে শুরু হওয়া দেশজুড়ে সামরিক মহড়ায় এই অঞ্চল ঘিরে জোরদার নজরদারি শুরু করেছে সেনা। পশ্চিমবঙ্গের উত্তরাংশে সেনা মোতায়েন বেড়েছে, বাড়ানো হয়েছে নজরদারি, যাতে কোনও বিদেশি আগ্রাসন এই কৌশলগত অঞ্চলকে বিচ্ছিন্ন না করতে পারে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
যুদ্ধের মহড়া শুরু! কী হচ্ছে বাংলার ‘চিকেনস নেক’-এ? ভিডিও দেখলে চমকে যাবেন
advertisement
advertisement