ক্যান্সারের চিকিৎসা করাতে মাকে নিয়ে যাচ্ছিলেন হাওড়া মুম্বই মেল ট্রেনে৷ গাংনাপুরের এক বৃদ্ধা মা এবং তার ছেলে৷ ১২৮১০ হাওড়া মুম্বই মেল ট্রেন দুর্ঘটনার সময় ট্রেনে ছিলেন নদিয়ার রানাঘাটের গাংনাপুরের বাসিন্দা উৎপল সরকার। মারণব্যাধি ক্যান্সার আক্রান্ত ৬৪ বছর বয়সের মায়ের চিকিৎসার জন্য মাকে নিয়ে এদিন সন্ধ্যায় হাওড়া থেকে বোম্বে মেলে চেপে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের উদ্দেশে বেরিয়েছিলেন পেশায় ইলেকট্রিক গাড়ি চালক উৎপল বাবু।
Last Updated: Jul 30, 2024, 20:54 IST


