Delhi Rape Case: গণধর্ষণের পর মাথা মুড়িয়ে জুতোর মালা! রাজধানীর বর্বরতায় ধিক্কার দেশজুড়ে

Bangla Digital Desk | News18 Bangla | 07:26:24 PM IST Jan 27, 2022

প্রথমে গণধর্ষণ, তারপর নেড়া করে জুতোর মালা! দিল্লিতে ফের নৃশংসতার ঘৃণ্য ছবি। মধ্যযুগীয় বর্বরতা বললেও হয়তো কম বলা হবে। দিল্লিতে তরুণীকে গণধর্ষণ। তারপর মহিলাদের অকথ্য অত্যাচার, হেনস্থা। মুখে কালি লাগিয়ে ঘোরানোর অভিযোগ। ঘটনায় নিন্দার ঝড় দেশজুড়ে। দিল্লির কস্তুরবার নগরের ঘটনা। এমনকী গণধর্ষণের পর সেই মহিলার মুখে কালি লাগিয়ে দেওয়া হয়। তার পর মাথা মুড়িয়ে ঘোরানো হয় তাঁকে। এমন বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ।

লেটেস্ট ভিডিও