ভূস্বর্গের মনজুড়ে ডাল লেক। হাউসবোট, শিকারা বুকে নিয়ে ডাল লেক দেখে পর্যটকদের আসা যাওয়া। ডাল লেক প্রতিদিন কাশ্মীরের মানুষের কথা শুনতে পায়। কাশ্মীরের থমথমে পরিস্থিতিতে ডাল লেকের মন ভাল ছিল না। এখন কিছুটা হলেও ছন্দে ফিরছে ভূ-স্বর্গ। সুন্দরী হ্রদে তাই স্বস্তির ঢেউ।