corona virus btn
corona virus btn
Loading

তাণ্ডব দেখাচ্ছে নিসর্গ সাইক্লোন, তাসের ঘরের মতো ভাঙছে গাছ, দেখুন ভিডিও

Bangla Editor | News18 Bangla | 04:15:26 PM IST Jun 03, 2020

ল্যন্ডফল শুরু হয়েছে সাইক্লোন নিসর্গর। আগামী তিনঘণ্টা ধরে এই সাইক্লোন সর্বশক্তি নিয়ে আছড়ে পড়বে হরিহরেশ্বর,দমন-আলিবাগে। সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে বানিজ্যনগরীতে। আবহবিদরা বলছেন ঝড়ের গতি হবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার। এই দমকা হাওয়ায় ভেঙে পড়তে শুরু করেছে বহু গাছ। মালাবার অঞ্চলে যেমন দেখা গেল এই দৃশ্য। ঝড়ের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল শান বাঁধানো একটি গাছ।

লেটেস্ট ভিডিও