মাওবাদী আতঙ্কের আবহেই ভোট চলছে ছত্তীসগড়ে৷ সকাল সকাল দান্তেওয়াড়ায় বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছে মাওবাদীরা৷ কিন্তু ভোটের লাইনে তার কোনও প্রচতিফলন হয়নি৷ তাই বুথ খুলতেই ভোটারদের লাইন৷