অযোধ্যায়ের আকাশে ‘ধ্বজাত্তোলনে’ কার্যত আবেগতাড়িত মোদি। জানিয়ে দিলেন, ”শতাব্দীপ্রাচীন ক্ষত আজ নিরাময় হল। তাঁর কথায়, আগামী কয়েকশো বছর ধরে উড়বে এই নিশান।" বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। ধীরে ধীরে নীচ থেকে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় গেরুয়া ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময়ে আবেগঘন চোখে ধ্বজার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে
Last Updated: Nov 25, 2025, 17:49 IST


