Assam SSR: অসমে স্পেশ্যাল রিভিশন। কাল থেকে অসমে শুরু স্পেশ্যাল রিভিশন। অসমে স্পেশ্যাল রিভিশনের ঘোষণা নির্বাচন কমিশনের। NRC হওয়ায় SIR-এর বদলে SR-এর সিদ্ধান্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ ফেব্রুয়ারি।