নোংরা ব্যাগ থেকে বেরলো রাশি রাশি পাঁচশো আর দু’হাজার টাকার নোট ! খড়গপুর স্টেশনের ভিডিও দেখুন

Bangla Editor | News18 Bangla | 10:40:57 AM IST Jan 07, 2019

খড়গপুর স্টেশনে আরপিএফের তল্লাশিতে উদ্ধার আটত্রিশ লক্ষ টাকা! রবিবার সকালে হঠা‍ৎই অভিযানে নামে আরপিএফ। এক যুবককে সন্দেহ হওয়ায় তাঁর ব্যাগ পরীক্ষা করতেই চোখ কপালে ওঠে আরপিএফ কর্মীদের। এত টাকা কীভাবে তাঁর কাছে এল, সদুত্তর দিতে পারেনি জয়দেব সামন্ত নামে ওই যুবক। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

লেটেস্ট ভিডিও