Nadia: অসতর্কভাবে রেললাইন পারাপার হতে গিয়ে ট্রেনের ধাক্কা

Bangla Digital Desk | News18 Bangla | 10:16:58 AM IST Nov 27, 2021

মাজদিয়া, নদিয়া: মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছি বলে বেরিয়েছিলেন মা । তবে মেয়ের বাড়িতে আর যাওয়া হল না নদিয়ার ভীমপুর থানার পাকুরগাছির রেনুবালা শিকদারের (৬০) । গতকাল বিকালে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছাতে বড় মেয়ের বাড়ি বেড়াতে আসেন। মাজদিয়া স্টেশনে (Station) এক নম্বর প্লাটফর্মের (Platform) টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে দু নম্বর প্লাটফর্মে (Platform) যাবার জন্য রেললাইনের ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইনের উপরদিয়ে লাইন পার হবার চেষ্টা করেন। সেই সময় স্টেশনের (Station) দুই নম্বর প্লাটফর্মে ট্রেন ঢুকে পড়ে।

এই দেখে প্লাটফর্মের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে । কথায় গুরুত্ব না দিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন । ট্রেন (Train) তাকে সজোরে ধাক্কা মারে। ট্রেন চলে যাবার পর সবাই রেনুবালা দেবির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেনুবালা দেবির। ঘটনাস্থলে পৌঁছায় জি আর পি এফ। তারা এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় রানাঘাটে । মৃত্যুর খবর ভীমপুরের পাকুরগাছিতে পৌঁছাতেই নেমে আসে এলাকায় শোকের ছায়া। এভাবে দিনের পর দিন লাইনে একাধিক ব্যক্তি কাটা পড়লেও এখনো মানুষের হুঁস ফিরছে না। ঘটনার পরেও প্রচুর মানুষ একই ভাবে রেললাইন পারাপার করছেন।

লেটেস্ট ভিডিও