Murshidabad News- রোগী নিয়ে ভাগীরথী নদীতে গাড়ি ডুবে গেল শক্তিপুর ফেরি ঘাটে 

Bangla Digital Desk | News18 Bangla | 08:32:17 PM IST Dec 27, 2021

#মুর্শিদাবাদ- মুর্শিদাবাদ জেলার শক্তিপুর ফেরি ঘাটে রোগী নিয়ে ডুবে গেল গাড়ি। সোমবার নৌকাতে ওঠার সময়, নৌকা থেকে জলে পড়ে যায় গাড়িটি। এখনও পর্যন্ত গাড়ি ও রোগী সারথি মন্ডল (বয়স ৬০) নিখোঁজ রয়েছেন। কোমরে চোট পেয়ে শক্তিপুর থেকে বহরমপুর গিয়েছিলেন চিকিৎসা করাতে। বহরমপুর থেকে চিকিৎসা করিয়ে গাড়ি করে ঘাটে পার হচ্ছিল, সেই সময় শক্তিপুর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ভাগীরথী নদীতে পড়ে যায়। ঘটনাস্থলের শক্তিপুর থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য অফিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

লেটেস্ট ভিডিও