Murshidabad- বড়ঞাতে নিষিদ্ধ কাফ সিরাপ ১৪০০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেফতার 

Bangla Digital Desk | News18 Bangla | 03:53:30 PM IST Dec 06, 2021

কৌশিক অধিকারীঃ কান্দিঃ ১৪০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল সহ দুই যুবককে গ্রেফতার করল মুর্শিদাবাদের বড়ঞা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে জেলার একাধিক থানায় চলছে নাকা চেকিং, আর সেই চেকিং চলার সময় বড়ঞা থানার সাহাপুর মোড় এলাকায় দুই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করে পুলিশ। পরে তাদের কাছে তল্লাশি চালানো হলে, নিষিদ্ধ এই কাফ সিরাপ উদ্ধার করে। বড়ঞা থানার পুলিশ সোমবার ধৃত দিনেশ মণ্ডল ও জয়ন্ত মন্ডল কে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলে বড়ঞা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের রানীনগর থানার চররাজাপুর, পশ্চিমকলোনী এলাকায়।

লেটেস্ট ভিডিও