Murshidabad News- বহরমপুরে পাড়ায় পাড়ায় হাজির ভ্রাম্যমান টিকাকরণ যান।

Bangla Digital Desk | News18 Bangla | 04:03:33 PM IST Jan 22, 2022

#বহরমপুরঃ মুর্শিদাবাদ জেলাতে কোভিড টিকাকরণের সংখ্যা বৃদ্ধি করতে এবার পাড়ায় হাজির হচ্ছে ভ্রাম্যমান টিকাকরণ যান। করোনার টিকা দিতে পাড়াতেই হাজির হচ্ছে গাড়ি। থাকছেন স্বাস্থ্যকর্মীরা, থাকছে টিকা দেওয়ার ব্যবস্থা। রেজিস্ট্রেশন করিয়েই দেওয়া হচ্ছে টিকা। টিকা নেওয়ার জন্য দাঁড়াতে হচ্ছে না লাইনে। এমনই ব্যবস্থা নিয়ে বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসনের সহযোগিতায় বহরমপুরে চালু করা হয়েছে 'ভ্রাম্যমান টিকাকরণ যান'। যাঁরা এতদিন পর্যন্ত করোনার টিকা পাননি বা করোনার দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ নেওয়া বাকি তাঁদের জন্যই এই ব্যবস্থা। বহরমপুর শহরে কোভিড টিকা নিতে এলেন অনেকেই। বহরমপুর শহরের গোরাবাজার, খাগড়া সহ বিভিন্ন এলাকায় চলছে এই টিকাকরণ কর্মসূচি। কোভিড সংক্রমণ রুখতে ও ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভিড় কমাতেই বহরমপুর পৌরসভা ও জেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছেন বলেই জানা যাচ্ছে |

লেটেস্ট ভিডিও