Murshidabad- বড়ঞাতে বিয়ের আগের দিন নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা

Bangla Digital Desk | News18 Bangla | 07:58:31 PM IST Nov 29, 2021

কৌশিক অধিকারীঃ কান্দিঃ আঠেরো বছর না হলে কন্যাদের বিয়ে নয়, বারবার সরকারি ভাবে প্রচার চালানো হলেও, এখনও গ্রামীণ এলাকায় মানুষ যে সচেতন নয় তা পরিস্কার। সোমবার মুর্শিদাবাদ জেলাতে ফের নাবালিকা কিশোরীর বিয়ে বন্ধ করল পুলিশ ও স্বেচ্ছাসেবী । সোমবার মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার পাঁচথুপি গ্রামে ঘটে এই ঘটনা।

লেটেস্ট ভিডিও