Murshidabad News- পড়ুয়াদের অভাবে বন্ধ করে দেওয়া হল ভরতপুর গয়সাবাদ অচলা বিদ্যামন্দির জুনিয়র গার্লস হাইস্কুল

Bangla Digital Desk | News18 Bangla | 12:55:22 PM IST Dec 15, 2021

কৌশিক অধিকারীঃ ভরতপুরঃ পড়ুয়াদের অভাবে বন্ধ করে দেওয়া হল ভরতপুর ব্লকের অন্তর্গত গয়সাবাদ অচলা বিদ্যামন্দির জুনিয়র গার্লস হাইস্কুল। ২০০৮ সালে গ্রামের বাসিন্দাদের উদ্যোগে তৈরি করা হয়েছিল এই জুনিয়র গার্লস হাইস্কুল। গ্রামের সাধারণ ছাত্রীদের কথা মাথায় রেখে এই স্কুল তৈরি করা হলেও, তৎকালীন, স্কুলের তিনজন কর্মরত দিদিমনি তাঁদের নিত্যদিনের ঝামেলার জেরে আর পরিবারের ছাত্রীদের পাঠানো হত না স্কুলে। যার ফলে কয়েক বছর স্কুল চলার পরেই তা বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীর অভাবে এই স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধের ফলে স্কুলের মাঠে জমির ধান রাখা হয়েছে, এবং জরাজীর্ণ ভাবে পড়ে আছে এই স্কুল।

লেটেস্ট ভিডিও