Ratua : তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত রতুয়া

Bangla Digital Desk | News18 Bangla | 02:44:51 PM IST Feb 05, 2023

মাদ্রাসা ভোট ঘিরে ধুন্ধুমার রতুয়ায়। তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে উত্তপ্ত রতুয়া। গুলি, বোমাবাজি, বাইক ভাঙচুর হল রতুয়ায় । বাটনা হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরেই সংঘর্ষ বলে জানা গিয়েছে। মাদ্রাসার ৬ টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূলের দুই গোষ্ঠী। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ বিক্ষুব্ধ গোষ্ঠীর। বিধায়ক গোষ্ঠীর সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতির গোষ্ঠীর সংঘর্ষ।

লেটেস্ট ভিডিও