জমির বিনিময়ে চাকরির দাবিতে বিক্ষোভ

Bangla Editor | News18 Bangla | 05:01:17 PM IST Aug 02, 2021

পাণ্ডবেশ্বরের  ইসিএলের  সোনপুর বাজারি প্রজেক্টে জমির বিনিময়ে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান জমিদাতারা । কোনোরকম উত্তেজনা এড়াতে ইসিএলের তরফে নামানো হয়েছিল সিআইএসএফ ।

এক জমিদাতা জানিয়েছেন  ,তাঁদের জমির সমস্ত কাগজপত্র ইসিএলের দপ্তরে দেওয়া আছে। কিন্তু ইসিএলের সদর দপ্তর থেকে তাঁদের চাকরিগুলো নিয়ে বারবার টালবাহানা করা হচ্ছে।

লেটেস্ট ভিডিও