কোলাঘাটের যশাড় কালীবাজারে জল কমতেই খালের গর্ভে হারিয়ে গেল ২৫ থেকে ৩০ টি দোকান

Bangla Editor | News18 Bangla | 08:00:03 AM IST May 31, 2021

কোলাঘাট, পূর্ব মেদিনীপুর:    ২৬ শে মে বুধবার ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার ভরা কোটালে রূপনারায়ণ নদের জলস্তর ব্যাপকহারে বৃদ্ধি পায়। ফলে ভেসে যায়  রূপনারায়ণ তীরবর্তী পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড় ইয়াসের ঝাপটায় তীব্র জলোচ্ছ্বাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর সমুদ্র উপকূলবর্তী ও বিভিন্ন নদ-নদী তীরবর্তী গ্রামগুলি।

পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ তীরবর্তী কোলাঘাট ব্লক অন্তর্গত যশাড় কালীবাজার এলাকা তীব্র জলোচ্ছ্বাসে ভেসে যায়। ক্রমশ জল কমতেই আরও দুর্ভোগ নেমে আসে কালিবাজার অন্তর্গত ২০ থেকে ২৫ টি দোকান মালিকদের কপালে।

যশাড় কালীবাজার রূপনারায়ণে সংযোগকারী খালের ধারে দাঁড়িয়ে থাকা দোকানগুলি খালের গর্ভে হারিয়ে যায়। জল কমে যেতে একটু একটু করে ধ্বস নামে খালপাড়ে। সেই সঙ্গে ফাল পাড়ে দাঁড়িয়ে থাকা দোকানগুলো দু-তিন দিন ধরে ক্রমশই খালের খালের মধ্যে ভেঙে পড়ে। গত রবিবার দোকান গুলো একেবারেই খালের গর্ভে বিলীন হয়ে গেছে।

একেতো করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে কার্যত লকডাউন। দোকানে বিক্রিবাট্টা নেই বললেই চলে। তার ইয়াস এসে এই দুর্যোগ।  সবকিছু হারিয়ে সংসার চালানোর উপায় খুঁজে পাচ্ছে না এই খালের গর্ভে হারিয়ে যাওয়া দোকান মালিকগণ।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারায় বৃষ্টি। তমলুকের আকাশ সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা। শুরু হয়েছে তুমুল বৃষ্টি ও বজ্রপাত। নিম্নচাপের কারণে আজ শুরু হয়েছে বৃষ্টি। বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণবাতের সৃষ্টি  হয়েছে। ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা সহ অন্যান্য জেলায় শুরু হয়েছে আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি।

লেটেস্ট ভিডিও