অভুক্ত বানরদের পাশে সৃষ্টি ফাউন্ডেশন

Bangla Editor | News18 Bangla | 04:17:20 PM IST Jun 22, 2021

#শিলিগুড়ি: অভুক্ত বানরদের খাবারের ব্যবস্থা করল শিলিগুড়ির সৃষ্টি ফাউন্ডেশন। এদিন সেবকে বানরদের কলা, পাউরুটি, বিস্কুট খাওয়ান সংস্থার সদস্যরা।

সংস্থার সভাপতি গৌতম গোস্বামী বলেন, 'সরকারি বিধিনিষেধে পর্যটকদের দেখা নেই। এই কারণে অভুক্ত বানর সহ অন্যান্য জীবজন্তুরা। এদিন সেবকের বিভিন্ন এলাকায় বানরদের খাবার দেওয়া হয়।

তিনি আরও বলেন, 'এর পাশাপাশি পাখিদের খাবারের জোগান দিতে বিভিন্ন এলাকায় শুকনো খাবার ছড়ানো হয়।' আগামী দিনেও তাঁদের এই কর্মসূচি চলবে সংগঠনের তরফে জানানো হয়।

লেটেস্ট ভিডিও