দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের আওতায় রাজ্যের অন্যতম বড় মাদার এন্ড চাইল্ড হাব তৈরী করতে চলেছে রাজ্য সরকার। ৬০০ শয্যার মাদার এন্ড চাইল্ড হাব তৈরীর পরিকল্পনা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। দক্ষিণ ২৪ পরগনা জেলা সহ সুন্দরবন এলাকার শিশু ও প্রসূতি মায়েদের চিকিৎসার ক্ষেত্রে এই হাব আগামী দিনে উল্লেখযোগ্য হয়ে উঠবে বলে আশাবাদী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বারুইপুরে ১০ হাজার টাকার মোবাইল ফোন ৫ হাজার টাকায়, ২০ হাজার টাকার ফ্রিজ ১০ হাজার টাকায় এবং ২৫ হাজার টাকা টিভি মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করছিলেন বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের যুবক অভিজিৎ পাল। এত অল্প পয়সায় মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ ও টিভি পাওয়া যাচ্ছে এই খবর আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই ভিড় জমাতে থাকেন এই সমস্ত জিনিস কেনার জন্য। এরপর ওই প্রতারক লোকের কাছ থেকে টাকা নিলেও, জিনিসপত্র দিতে প্রায় দু-তিন মাস সময় নিচ্ছিল। দফায় দফায় লোকের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা তুলেছিল সে। এরপরই গা ঢাকা দিয়েছিল প্রতারক। প্রায় তিন বছর পর প্রতারক অভিজিৎ পাল কে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। প্রতারক অভিজিত পালের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন আটজন প্রতারিত। তারপর থেকেই পুলিশ খুঁজে বেড়াচ্ছিল তাকে। বারুইপুর কাছারি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।